আমার বয়স ১৯ বছর ৷ ওজন ৪৬কেজি এবং উচ্চতা ৫ফু, ৪ই ৷ আমার প্রতি মাসে ৬বার কিংবা তারও বেশি স্বপ্নদোষ হয় ৷ প্রতি রাতে দুই,তিন বারও হয় ৷ আবার যদি হস্তমৈথুন করি তাহলে হয় না ৷ এখন আমি জানতে চাই, আমার জন্য স্বপ্নদোষ হওয়া ভালো নাকি সপ্তাহে এক, দুইবার হস্তমৈথুন করা ভালো?