প্রথমেই Google Play থেকে YouTube Go app টি নামিয়ে নিন। এটা Google এর নিজস্ব app. কাজেই বিনা টেনশনে YouTube থেকে ডাউনলোড করতে পারবেন এটা দিয়ে।
এপটি নামিয়ে আমীর হামজার ওয়াজ লিখে সার্চ দিন। অসংখ্য ভিডিও পাবেন। আপনার সময় বেচে যাবে। অযথা আজে বাজে ভুয়া সাইটে খোজা লাগবে না।
ও আরেকটা কথা - এপটি phone verification চায়। আর সাইজ 10 মেগাবাইটেরও কম।
একটা সমস্যা আছে অবশ্য! Copyrighted video হলে তখন ডাউনলোড করা যাবে না।