এই,প্রেক্ষিতে আমি নিজে যে,ট্রিপ্স টা ফলো করি ,সেটাই,আপনাকে দিচ্ছি,তা হলো ,আপনি কথা,বলার,জন্য আরেক টা,নরমাল,ফোন ইউস করেন,যেখানে অনলাইনে ডুকার অপসন না,থাকে, এভাবে নিয়ম মেনে সকাল দুপুর বিকালে নেটা চালিত ফোন চালাবেন,অন্য সময় নরমাল টা,চালাবেন,আর নিজেকেও,কিছু কন্ট্রোল করে হবে,আশা,করি কিছু হলেও ফল পাবেন