আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই আছে যেখানে আমরা দেখি পুরনো জিনিস ভাল সার্ভিস দেয়। কিন্ত প্রযুক্তির বেলায় সেটা খুবই Rare.
যদিও Finnish company Nokia র স্বর্ণালী যুগের সেটগুলো খুবই Durable. তারপরও সেটার একটা lifetime আছে। আপনার এই মডেলটা 12 বছর আগের। কাজেই এর জন্য মেরামত করা মানে হল waste of time.
Software এর কোন সমস্যা আছে কিনা বলা যাচ্ছে না। তবে আমার মনে হচ্ছে Battery যেখানে Connection পায় সেই অংশটা loose হয়ে গেছে। ছোট কাগজের টুকরো দিয়ে Jam করে দেখতে পারেন।
কিন্তু আমার পরামর্শ হলো Set টিকে এবার Retirement এ দিন।
Dial *#7370#
Restore code: 12345
NOKIA র সাইটে এটাই দেখতে পেলাম। ধন্যবাদ।