ফেসবুক আইডিও যা মেসেন্জার আইডিও তা। ফেসবুক আইডি ছাড়া মেসেন্জারে লগিন করা যায়না। সুতারাং ফেসবুক আইডি ডলিট করলে মেসেন্জার আইডিও ডিলিট হয়ে যাবে।
মেসেন্জার আইডি ডিলিট বলতে যদি লগ আউটকে বুঝিয়ে থাকেন তাহলে ওপেরা দ্বারা ফেসবুক আইডিতে ঢুকে নিচের নিয়মটি ফলো করুন-
setting and privacy>>>security and login>>>WHERE YOU'RE LOGGED IN এর নিচে দেখুন অাপনার ফোনের নাম সহ মেসেন্জারে কখন অ্যাক্টিভ ছিলেন তা দেওয়া অাছে। পাশে
তিন ফোটায় একটি আপশন দেওয়া আছে। ঐ তিন ফোটায় ক্লিক করলেই নিচে log out দেখতে পাবেন। ব্যাস এবার লগ আউট করুন।