মৃত্যুদিবস পালন করার পক্ষে কোন দলীল শরীয়তে ইসলামীতে পাওয়া যায় না বিধায় তা পালন করা জায়েজ হবে না। মৃত্যুদিবস পালন করা যদি বৈধ হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা পালন করতেন অথবা সাহাবায়ে কেরাম (রা) গণও তা পালন করতেন। অথচ তাদের কারো কাছ থেকে পালন করার পক্ষে কোন দলীল পাওয়া যায় না। সুতরাং যে বিষয়টি স্বয়ং রাসুল (সা) পালন করেন নি বা পালন করার কথা বলেন নি তা আর যাই হোক ইসলাম ধর্মে জায়েজ হওয়ার কোন প্রশ্নই আসে না। বরং তা বিদআত। আর বিদআত মানেই হল পথভ্রষ্টতা। আর পথভ্রষ্টের জন্য জাহান্নাম নির্ধারিত।