প্রতিদিন প্রচুর প্রশ্ন, উত্তর, মন্তব্য জমা হয় মডারেশনে,
সবগুলো পোষ্ট যাচাই করে অনুমোদন দিতে কিছুটা
সময় লেগে যায় আমাদের। তাছাড়া বিস্ময় অ্যানসারের
সমন্বয়ক, বিশেষজ্ঞগণ সব সময় অ্যাকটিভ থাকেন না।
তবে নিয়মাবলী অনুসরণ করেই সবকিছু অনুমোদন - প্রত্যাখান
করা হয়।
নির্ভুল বানান ও সঠিক বিভাগে প্রশ্নটি করলে তুলনামুলক ভাবে
দ্রুত অনুমোদন পাবেন।
জুনায়েত ইসলাম: দেশ ও মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে সদা প্রস্তুত। শৃঙ্খলা ও ফিটনেস সম্পর্কে খুব সচেতন এবং প্রচন্ড দেশ প্রেমী এজন্যই দেশ রক্ষার মতো পবিত্র দায়িত্ব বেছে নিয়েছেন পেশাগত জীবনে। জ্ঞানার্জনের লক্ষ্যে ও পরোপকারের স্বার্থে দীর্ঘদিন থেকেই বিস্ময় অ্যানসারের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত।