আমার মনে হয় কে কে এক্টিব আছে তা যদি সবাই দেখতে পারতো এবং কে কে ভোট দিল তা যদি দেখা যেতো। স্বাস্থ ও চিকিৎসা এবং যৌন বিভাগে সকলের দেওয়া সব উত্তরই পড়ার পর অনুমোদন দেওয়া উচিত। অনেকে এইসব বিভাগে ডাক্তারি জ্ঞান ছাড়াই নিজে নিজে মনগড়া উত্তর দেয় অথচ সরাসরি অনুমোদন পায় পড়ে দেখা হয় না।