আপনি সম্ভবতো বুঝতে ভুল করেছেন।
1 MB/sec এটা স্পিড, ডাটা খরচের
পরিমাণ হয়।
যদি কোনো প্রকার ব্রাউজিং/ডাউনলোডিং ছাড়া
অর্থাৎ সাধারণ দৃষ্টিতে অকারণে মেগাবাইট কেটে
যায় কানেকশন দিলেই তাহলে বুঝতে হবে যে
কোনো সফটওয়্যার অটো আপডেট হচ্ছে,
Windows ও আপডেট হতে পারে অটোতে (চুপি চুপি)
সেটিং থেকে এটা বন্ধ করে সমস্যটি রোধ করা যায়।
জুনায়েত ইসলাম: দেশ ও মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে সদা প্রস্তুত। শৃঙ্খলা ও ফিটনেস সম্পর্কে খুব সচেতন এবং প্রচন্ড দেশ প্রেমী এজন্যই দেশ রক্ষার মতো পবিত্র দায়িত্ব বেছে নিয়েছেন পেশাগত জীবনে। জ্ঞানার্জনের লক্ষ্যে ও পরোপকারের স্বার্থে দীর্ঘদিন থেকেই বিস্ময় অ্যানসারের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত।