ইলম একটি আরবী শব্দ। এর আভিধানিক অর্থ জানা। ইসলামী পরিভাষায় বিশুদ্ধ সূত্রে ধর্মীয় বিষয়াদি সম্বন্ধে অবগতি লাভ করাকে ইলম বলা হয়। এ ইলম পালনের কোনো বিষয় নয়; এটা অর্জন ও শিক্ষার বিষয়। প্রতিটি মুসলিমের জন্য এ ইলম শিক্ষা করা আবশ্যক। বর্তমানে এ ইলম অর্জনের নানা মাধ্যম ও উপায় রয়েছে। তবে ইলম অর্জনের সর্বোত্তম ও নিরাপদ উপায় হলো, এ বিষয়ে বিশেষজ্ঞ কোনো আলেম বা আলেমা থেকে সরাসরি অর্জন করা। কারণ বর্তমানে ইসলামের নামে নানা কুসংস্কারের শিক্ষা ও প্রচারণা চলছে। তাই জ্ঞানগত পদস্খলন থেকে নিরাপত্তা পেতে বিশুদ্ধ আকীদাসম্পন্ন কোনো আলেম বা আলেমার সাহচর্যে থেকে ইলম অর্জন বাঞ্ছনীয়।