রাস্তায় নানা কারণে দুর্ঘটনা ঘটতে পারে। অসাবধানে পথ চলা দুর্ঘটনার অন্যতম কারণ। এ ছাড়া ট্রাফিক নিয়ম না মেনে রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ঘটতে পারে।
দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় যেভাবে চলা উচিত : ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হওয়া উচিত।
দু'পাশে ভালো করে দেখে নিয়ে যেখানে জেব্রাক্রসিং আছে সেখান দিয়ে রাস্তা পার হওয়া উচিত। রাস্তার মাঝখানে দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটা উচিত। এভাবে রাস্তায় পথ চলার সময় আমরা যদি নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকি এবং রাস্তায় চলার নিয়মগুলো মেনে চলার অভ্যাস করি তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।