স্পঞ্জি অস্থির বৈশিষ্ট্য
(১) এ অস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে ও মজ্জার পরিমাণ বেশি থাকে।
(২) এ অস্থিতে হ্যাভারশিয়ান তন্ত্র গঠিত হয় না।
(৩) এ অস্থির ফাঁকে ফাঁকে শূন্যস্থান থাকে। শূন্যস্থানে মজ্জা থাকে।
উদাহরণ : মাথার খুলিতে ও চ্যাপ্টা অস্থিগুলোর স্পঞ্জি অস্থি থাকে। তাছাড়া নিরেট অস্থির মজ্জা গহ্বরকে ঘিরেও এ ধরনের স্পঞ্জ সদৃশ্য অস্থি দেখা যায়।