ভাই আপনি কোন চিন্তা থেকে ভূল সঠিক চিন্তা করতেছেন সেটা কেবল আপনিই ভালো জানেন । এখানে বাবার স্বপ্ন পূরণের ইচ্ছে থাকলে আপনি আপনি LLB তে ভর্তি না হয়ে তার স্বপ্ন পূরণ টা ব্যহত করেছেন । আর অন্যদিকে চিন্তা করলে যেহেতু লেখাপড়া করবেন আপনি ভালো রেজাল্ট ও আপনাকেই করতে হবে সেহেতু আমি বলব না ভুল করেননি । কেননা মনের ইচ্ছের বিরুদ্ধে লেখাপড়া করলে হয়তবা আশানুরূপ ফল পাওয়া যায় না । আর লেখাপড়াতে আশানুরূপ ফলাফল না করতে পারলে কোন দাম নেই সেটা যেই বিষয়ী হোক না কেন ।
তবে আপনার প্রতি একটা সাজেসন্স থাকবে কি , আপনি হিসাব বিজ্ঞানে ভালো রেজাল্ট অনার্স মাস্টার্স সম্পন্ন করার পর বাবার ইচ্ছে পূরণের জন্য আপনি এলএলবি এর কোর্স করতে পারে এতে দুইজনেরি স্বপ্ন পূরণ হবে ।
ধন্যবাদ ।
উজ্জল আহমেদ রবিন প্রকৃতি প্রেমী একজন সাধারণ মানুষ। পছন্দ করেন সাধ্যানুযায়ী অপরকে সাহায্য করতে, নতুন কিছু জানতে ও জানাতে। আলোকিত মানুষ হওয়ার নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে যুক্ত আছেন বিস্ময়ের সাথে। সর্বোপরি একজন ভালো মানুষ হওয়াই তার লক্ষ্য। তিনি বিস্ময়ের সাথে আছেন সমন্বয়ক হিসাবে।