বিভিন্ন কারনে লিঙ্গে সমস্যা হতে পারে । তার মধ্যে হস্তমৈথুন একটি ।
যে কোন রোগ দেখা দিলে অবশ্যই চিকৎসা নেওয়া প্রয়োজন এবং সাথে হস্তমৈথুন বন্ধ করে দিতে হবে ।
চিকিৎসা না করলে যে কোন সময় বড় ধরনের সমস্যায় পড়তে হবে ।
তখন শুধুই আফসোস করতে হবে । শুরুতে ভালো চিকিৎসা নিলে এটা স্বাভাবিক হয়ে যায় ।
হোমিওপ্যাথিতে এর ভালো চিকিৎসা আছে ।
ডাঃ মোঃ শামীম তালুকদার: এল.এইচ.এম.পি.(খুলনা), ডি.এইচ.এম.এস(ঢাকা) সাধারণ মানব যন্ত্র বিশারদ। নিজে কম ঘুমাই, রোগীর নিশ্চিন্ত ঘুমের আশায়। যৌন ও স্ত্রীরোগ, লিভার, কিডনি, পাইলস সহ সকল প্রকার রোগের চিকিৎসা দেওয়া হয়। আপনি ফোনে কথা বলে অথবা ইমেইল করে চিকিৎসা নিতে পারবেন।
HomeoPathybd.com শেরপুর, বগুড়া, বাংলাদেশ। ফোন: ০১৯৫১ ৫৩৫৩৫৩ (বাংলাদেশ সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা)