টিবি বা যক্ষা, সম্পুর্ন নিরাময় যোগ্য সমস্যা
যক্ষা অত্যন্ত সংক্রামক তবে সব যক্ষা রোগী থেকে এ রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি নেই। যাদের কাছ থেকে যক্ষা রোগ ছড়াতে পারে, তাদের বলা হয় ‘ওপেন কেস’। এই সব রোগীর কফ পরীক্ষায় যক্ষার জীবাণু পাওয়া যায়। এদের কফ থেকে সব সময়ই জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ছে, তাই এদের সঙ্গে চলাফেরা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রোগীর অন্য কোনো জিনিস যেমন- থালা, গ্লাস এবং কাপড়-চোপড়ের মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি খুব কম। যে বাড়িতে ওপেন কেসের যক্ষা রোগী আছে সে পরিবারের অন্যান্য সদস্যদের অসতর্কতায় এ রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে।