আমার ফোনে চার্জ সমস্যা। আমার ফোনে বর্তমানে প্রচুর পরিমানে চার্জ খয় হচ্ছে। চার্জ ভাল থাকতেছেনা। আমি ফোনে খুব বেশি অ্যাপ ইন্সটল দেই না, এবং চালাইও না। বাড়তি অ্যাপ ৪ থেকে ৫ টা দেয়া থাকে। অপেরা, রিদমিক কি বোর্ড, Bangla dictionary, Wowbox এই কটি সেটাপ দেয়া থাকে সর্বদা। এছাড়া অন্য অ্যাপ এর প্রয়োজন হলে সেটাপ দিয়ে কাজ সেরে আবার রিমুভ করে দেই। তার পরও আমার ফোনে চার্জ তেমন থাকে না। এক বার ফুল চার্জ দিয়ে একটানা ফোন টা ২ থেকে ২.৫ ঘন্টা চাপতে পারি। এর বেশি সম্ভব হয় না। তাছাড়া ফোন না চাপলেও চার্জ খয় হয়। তাই ভাল মানের কোন ব্যাটারি সেভার অ্যাপ ব্যবহার করলে কোন উপকার হবে কি? সেই অ্যাপ এর লিংক ও দেবেন দয়া করে। তাছাড়াও যদি কোন পরামর্শ থাকে বলবেন। তাছাড়া আমি ফোনে কোন ব্যাক/মিনিমাইজ ফাইল জমা হতে দেই না।