আবু তাহের মিসবাহ সব্যসাচী প্রতিভার এক অনন্য মনীষা। কালজয়ী এক প্রবাদ পুরুষ। আরবী ও বাংলা সাহিত্যের এক শিখরচুম্বী মহীরুহ। তার হাতে রচিত হয়েছে অসম্ভব রকমের জনপ্রিয় সাহিত্য সম্ভার। যদিও তাঁর কালজয়ী প্রতিভার মূল্যায়ন ধর্মীয় অঙ্গনেই সীমাবদ্ধ। জাতীয় অঙ্গনে তাঁর কীর্তিগাঁথার মূল্যায়ন নেই। ধর্মীয় কৃচ্ছ্রতায় আজ অনেক মেধাই আটকে যায়। আজ ধর্ম মুক্ত প্রতিভার জয়জয়কার।
283,392 টি প্রশ্ন
367,868 টি উত্তর
110,877 টি মন্তব্য
152,911 জন নিবন্ধিত সদস্য