কান পাকা রোগ তো অনেক কারনে হতে পারে ইনফেকশন থেকে হতে পারে, ওটাইটিস মিডিয়া থেকে হতে পারে,ট্রামাটিক কারনেও হতে পারে। যে জন্য হয়েছে তার চিকিৎসাই করতে হবে তাছাড়া ভালো হবে।আগে কারনটা বের করে সেটা নির্মূল করতে হবে।আর এটা তো না দেখলে, ভালোমত না শুনলে করা সম্ভবই না।অযাথা কারো কথা শুনে কোন ঔষুধ খাবেন না এতে করে সারাজীবন আপনার কষ্ট হতে পারে।তাই আপনি একজন বড় নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
মোঃ মামুনুর রশিদ মিঠু জ্ঞানপিপাসু, ধর্মভীরু, আত্নবিশ্বাসী সাধারন একজন মানুষ। স্বপ্ন তার জীবনে বহুদুর যাবার। প্রথম সোপান রুপে বেছে নিয়েছেন চিকিৎসক হিসেবে মানব সেবার। বই পড়া এবং বিদেশ ভ্রমনে প্রচন্ড আগ্রহ। ইন্টারনেট জগতেও তিনি সুদক্ষ। স্বাস্থ্য সেবামূলক কর্মকান্ডে তার রয়েছে বিস্তৃত পদচারণা। "সুস্বাস্থ্যে সমৃদ্ধ বাংলাদেশ " গড়ার স্বপ্ন নিয়ে এগুচ্ছেন। তিনি "বিষ্ময় অ্যানসার" এর সাথে আছেন স্বাস্থ্য সহায়ক এবং সমন্বয়ক হিসাবে।