বিংশ শতাব্দীর শেষের দিকে এটির প্রচলন বেড়েছে,তা বলা যায়।সাধারনত এটা একটি প্রতিকী খেলা,যার মাধ্যমে তুলে ধরা হয় একটি দেশের ইতিহাস,ঐতিহ্য আর সংস্কৃতিকে।বেশিরভাগ সময় দেখা দেয়,শিশুদের কে এই খেলায় মুক্তিযোদ্ধা,গ্রামীন গৃহিনী,বর-বউ, ইত্যাদি সাজতে যা আমাদের আবহমান বাংলার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে।
আবার এই খেলার ছলে শিশুরা শিক্ষক,ডাক্তার ইত্যাদি পেশার প্রতি আগ্রহী হয়ে ওঠে।পাশাপাশি এটি সমাজের বিভিন্ন সমস্যা ও গোড়াঁমীর দিক গুলো তুলে ধরে।
আমি যতদূর জানি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এর প্রচলন থাকলেও বর্তমানে বাইরের দেশে এই খেলার প্রচলন খুব একটা নেই।তবে পশ্চাত্যের দেশে কোন জায়গায় ব্যাক্তিগত ভাবে এ খেলার আয়োজন করলে তা আলাদা বিষয়!