সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব, মানবজাতির পপথপ্রদর্শক অাল কুরঅানুল কারিমে কোনো ভুল নেই।
দলিল :
"এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই'' (২-অাল বাকারা:২)
অায়াতের ব্যাখা:
(১) কুরঅান অাল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ তাতে কোনো সন্দেহ নেই।
(২) তোমরা এ কুরঅানের কোনো কিছুতে কখনো সন্দেহে নিপতিত হবে না। অর্থাৎ এর সবকিছু স্পষ্ট।
(৩) কুরঅানে বর্ণিত সকল বর্ণনা, ঘটনা, অাদেশ, নিষেধ, বিধিবিধান প্রভৃতি সন্দেহমুক্ত।
সুতরাং, কুরঅান হচ্ছে এমন এক কিতাব যাতে কোনো ভুল নাই