দেরীতে বয়ঃসন্ধির লক্ষন সমুহঃ
বয়ঃসন্ধির দেরী হবার লক্ষন সমুহের মাঝে উল্ল্যেখযোগ্য হলঃ
*মেয়েঃ
-
১৩ বছর বয়সের মধ্যে স্তনের আকার পরিবর্তন না হওয়া।
-
মাসিক ঋজঃস্রাব এবং স্তনের আকার পরিবর্তনে পাঁচ বছরের বেশি ব্যবধান থাকা।
-
পিউবিক হেয়ার তথা গোপনাঙ্গে ১৪ বছর বয়সের মধ্যে চুল না গজানো।
-
১৬ বছর বয়সের আগে মাসিক ঋজঃস্রাব শুরু না হওয়া।

*ছেলেঃ
-
১৪ বছর বয়সের আগে শুক্রাশয় বড় না হওয়া।
-
পিউবিক হেয়ার তথা গোপনাঙ্গে এবং গোঁফে ১৫ বছর বয়সের মধ্যে চুল না গজানো।
-
বয়ঃসন্ধি শুরুর পাঁচ বছরের মধ্যে লিঙ্গের পরিপুর্নতা/বৃদ্ধি সম্পুর্ন না হওয়া।
কি কারনে বয়ঃসন্ধি দেরী হতে পারে?
নানা কারনে দেরীতে বয়ঃসন্ধি হতে পারে। তবে সচরাচর যে সকল বিষয় দেখা যায় তা হচ্ছেঃ
-
ক্ষুধাহীনতা বা খাবারে অনীহা।
-
bulimia nervosa বা মনস্তত্ত্বিক খাদ্য গ্রহনে অনীহা।