আমাদের দেশে অধিকাংশ গ্রাম ও শহর অঞ্চলের কিছু মানুষ বিভিন্ন রোগের চিকিৎসায় তাবিজ, কবজ ব্যবহার করে থাকেন। অনেক ক্ষেত্রে এর মধ্যে কুরআনের আয়াত লিখে দেয়া হয় অথবা বিভিন্ন মন্ত্র লিখে দেয়া হয়। যা ইসলামে হারাম এবং এটিকে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শিরক্ বলে আখ্যায়িত করেছেন।
সাহাবা (রাঃ)'রা যখনই এরকম তাবিজ কাউকে ঝুলাতে দেখতেন তখনই তা টেনে ছিড়ে ফেলতেন। এবং এর ফলে ঐ ব্যক্তি শিরক্ থেকে মুক্ত হলো বলে সবাইকে জানাতেন।
[ইবন্ মাজাহ, ৩৫৩০ হাদিস দ্রষ্টব্য]
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, মন্ত্র, তাবিজ ও কারো মধ্যে ভালোবাসা সৃষ্টির জন্য উপায় অবলম্বন করা শিরকের অন্তর্ভুক্ত।
[ইবন্ মাজাহ, ৩৫৩০]
তাই এই হারাম কাজ থেকে সবাইকে সচেতন হতে হবে। অসুখ হলে চিকিৎসা করাতে হবে কিন্তু মন্ত্র বা তাবিজ, কবজ ব্যবহার করা থেকে আমাদের দূরে থাকতে হবে।আর আমাদের অবশ্যই বোঝা উচিত যে কুরআনের আয়াত নিজে কখনও আমাদের রক্ষা করতে পারে না বরং এর থেকে উপদেশ গ্রহন ও এর মাধ্যমে আল্লাহ তা'আলার নিকট সাহায্য চাওার মাধমেই কেবল আমরা সুফল পেতে পারি।