এখন আপনি তাকে ভুলতে চাচ্ছেন,নাকি তাকে আবার ফিরে পেতে চাচ্ছেন?
আমি মনে করি তাকে আপনি আবার ফিরে পেলেও আগের মত পাবেন না । কারন, হারিয়ে যাওয়া কোন জিনিস আবার ফিরে পাওয়া যায় তবে সেটা আর আগের মত থাকেনা ।
যে আপনার সাথে এরকম প্রতারনা করেছে তাকে ভুলে যাওয়াই আপনার জন্য উত্তম হবে বলে আমি মনে করি। যদিও এটা কষ্টকর হবে ।
পরিশেষে, আপনি তাকেই ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে ।
মোশারফ হোসেন পেশাগতভাবে একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কম্পিউটার-ইন্টারনেট নিয়ে তার অনেক স্বপ্ন থাকলেও, বাস্তবতার তাগিদে সেটা আর পরিপূর্নতা পায়নি । তবে তিনি তার কম্পিউটার-ইন্টারনেট নিয়ে কাজ করার ইচ্ছা এবং আগ্রহকে কখনোই অঙ্কুরে বিনষ্ট হতে দেননি। বিস্ময়ের মাধ্যমে তার এই অতৃপ্ত আগ্রহটা, তৃপ্ততা খুজে পায়। বর্তমানে তিনি বিস্ময়ের সাথে আছেন, সমন্বয়ক হিসেবে।