গর্ভধারণের নিয়ামক ছাড়া মাসিকের রক্ত বের হওয়ার কোন প্রয়োজন নেই কারন মাসিকের রক্তটা দুষিত এই জন্য যে তাতে অনেক মরা কোষ, আর মরা ডিম্বাণু থাকে আর এগুলো মরা বিধায় সেখানে ব্যাকটেরিয়া ও জন্ম নেয়। যদি রক্তটা গর্ভধারণের নিয়ামক ছাড়া হয় তাহলে এগুলো কিছুই থাকবে না এমনকি ঔই রক্তটাও আসবেনা কারন রক্তের দুষিত অংশ পরিষ্কারের দায়ত্ব জননাঙ্গেরর নয় বরং এটা প্রধানত কিডনির কাজ। কাজেই ওই রক্ত দুষিত হওয়া এবং বের হয়ে আসে শুধু মাত্র গর্ভধারণের নিয়ামক হিসেবেই।
মোঃ মামুনুর রশিদ মিঠু জ্ঞানপিপাসু, ধর্মভীরু, আত্নবিশ্বাসী সাধারন একজন মানুষ। স্বপ্ন তার জীবনে বহুদুর যাবার। প্রথম সোপান রুপে বেছে নিয়েছেন চিকিৎসক হিসেবে মানব সেবার। বই পড়া এবং বিদেশ ভ্রমনে প্রচন্ড আগ্রহ। ইন্টারনেট জগতেও তিনি সুদক্ষ। স্বাস্থ্য সেবামূলক কর্মকান্ডে তার রয়েছে বিস্তৃত পদচারণা। "সুস্বাস্থ্যে সমৃদ্ধ বাংলাদেশ " গড়ার স্বপ্ন নিয়ে এগুচ্ছেন। তিনি "বিষ্ময় অ্যানসার" এর সাথে আছেন স্বাস্থ্য সহায়ক এবং সমন্বয়ক হিসাবে।