সদস্যটি নতুন হলে তিনি যদি নিজের উত্তরকে নিজেই সর্বত্তোম হিসাবে নির্বাচন করে তাহলে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না।
কেননা, নতুন অবস্থায় সবাই ভুল করে। আর এই ভুলটা জানিয়ে দেওয়াই আমাদের কর্তব্য। আমরা তাকে বার্তায় বা ওয়ালে জানিয়ে দেই যে, নিজের উত্তরকে নিজেই সর্বত্তোম হিসাবে নির্বাচন করা যাবে না।
জানানোর পরেও কোন সদস্য যদি নিজের উত্তরকে নিজেই সর্বত্তোম হিসাবে নির্বাচন করে তাহলে তাকে সাময়িকের জন্য ব্লকে রাখা হতে পারে।
সাবির ইসলাম অত্যন্ত ধর্মীয় জ্ঞান পিপাসু এক জ্ঞানান্বেষী। জ্ঞান অন্বেষণ চেতনায় জাগ্রতময়। আপন জ্ঞানকে আরো সমুন্নত করার ইচ্ছা নিয়েই তথ্য প্রযুক্তির জগতে যুক্ত হয়েছেন নিজে জানতে এবং অন্যকে জানাতে।
লক্ষ কোটি মানুষের নীরব আলাপনের তীর্থ ক্ষেত্রে যুক্ত আছেন একজন সমন্বয়ক হিসেবে।