মহানবী (সাঃ) বলেন, আর সারা পৃথিবীকে আমার জন্য মসজিদ তথা নামাযের জায়গা) এবং পবিত্রতার উপকরণ বানিয়ে দেওয়া হয়েছে।
সুতরাং আমার উম্মতের মধ্যে যে ব্যক্তির নিকট যে কোন স্থানে নামাযের সময় এসে উপস্থিত হবে, সে যেন সেখানেই নামায পড়ে নেয়। (সহীহ বুখারীঃ ৪৩৮)
অর্থাৎ যে ব্যক্তির নিকট যে কোন স্থানে নামাযের সময় এসে উপস্থিত হলে সে সেখানেই নামায পড়তে পারবে এতে যে নিজ মসজিদেই নামায আদায় করতে হবে বিষয়টা এমন নয়।
তবে ইচ্ছাকৃতভাবে নিজ মসজিদে নামায আদায় না করে অন্য মসজিদে গিয়ে নামায আদায় করলে এতে মসজিদের হক আদায় হয়না।
যদি কোন মানুষ তার নিজস্ব মহল্লার মসজিদে নামায না পড়ে রেগুলার অন্য মসজিদে নামায পড়লে তার গুনাহ হবেনা কেননা, ঐ মসজিদের ইমামের তেলাওয়াত সম্পূর্ণ অশুদ্ধ। আর তেলাওয়াত সম্পূর্ণ অশুদ্ধ হলে নামায হবেনা।
তবে অহংকার বশতঃ মসজিদ ত্যাগ করলে গুনাগার হবেন।
সাবির ইসলাম অত্যন্ত ধর্মীয় জ্ঞান পিপাসু এক জ্ঞানান্বেষী। জ্ঞান অন্বেষণ চেতনায় জাগ্রতময়। আপন জ্ঞানকে আরো সমুন্নত করার ইচ্ছা নিয়েই তথ্য প্রযুক্তির জগতে যুক্ত হয়েছেন নিজে জানতে এবং অন্যকে জানাতে।
লক্ষ কোটি মানুষের নীরব আলাপনের তীর্থ ক্ষেত্রে যুক্ত আছেন একজন সমন্বয়ক হিসেবে।