হ্যা।টাকা লাগবে।বিভিন্ন খাতের খরচ মিলে সরকারিতে দশ থেকে পনের হাজার টাকা লাগবে।আর অবশ্যই সরকারি থেকে সরকারি ও বেসরকারি থেকে বেসরকারি ট্রান্সফার করতে হবে।
প্রায় ৯ মাস কাগজ জমা দেওয়ার হলো।কিন্তু জন্ম নিন্মদন কার্ড দিচ্ছে না।ইউনিয়নের কম্পিউটার অপারেটর বিভিন্ন অজুহাত দেখায়।আমারা তাহলে এর কীভাবে প্রতিরোধ করব।তাছাড়া ওরা অন্যান্য সেবা দিতে ও অতিরিক্ত বিলম্ব করে।আবার মেম্বার নিয়ে যারা যায় তাদের কাজ হয়।কিন্তু আমাদের নেই।কী করতে পারি
আমি সিভিল সার্ভিসের সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যদি মেডিক্যালে অনফিট হই তাহলে কী আমাকে বাতিল করবে।উল্লেখ্য যে আমার বুকে একটা অপারেশন করা দাগ আছে।প্রায় ২ ইঞ্চি।বিশেষ করে পুলিল ক্যাডারের জন্য।এর আগে আর্মি মেডিক্যাল থেকে বাতিল হয়েছি।কিন্তু ওরা বলেছে যে বেসামরিক জবে কোন সমস্যা হবেনা।