user-avatar

সজলওঝা

সজলওঝা

সজলওঝা এর সম্পর্কে
যোগ্যতা ও হাইলাইট
পুরুষ
Unspecified
Unspecified
প্রশ্ন-উত্তর সমূহ 661.47k বার দেখা হয়েছে
জিজ্ঞাসা করেছেন 231 টি প্রশ্ন দেখা হয়েছে 215.00k বার
দিয়েছেন 395 টি উত্তর দেখা হয়েছে 446.48k বার
0 টি ব্লগ
0 টি মন্তব্য

বাংলাদেশ বাঙ্গালীদের ব্যবহার করা ডেটিং জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ।

 পৃথিবী, ভূমি,ধরণীতল, পৃথিবীর অধিপতি  রাজা, সারা পৃথিবী।
 

কথায় বল‌ে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আর তাই হিন্দুরা বড় দিনের উৎসব পালন কর‌েন। সবাই  ম‌িলে আনন্দ  কর‌ে উৎসব পালন কর‌েন।

তরঙ্গ' বা ঢেউ হলো এক ধরনের পর্যাবৃত্ত আন্দোলন যা কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তিবল সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো নিজ নিজ স্থান থেকে স্থানান্তরিত হয় না [১]। কিছু কিছু তরঙ্গ শূণ্য মাধ্যম দিয়েও (অর্থাৎ কোন মাধ্যম ছাড়াই) সঞ্চারিত হতে পারে

শব্দ হলো এক ধরনের তরঙ্গ যা পদার্থের কম্পনের ফলে সৃষ্টি হয়। মানুষের কানে এই কম্পন ধৃত হলে শ্রুতির অনুভূতি সৃষ্টি হয়। এই তরঙ্গ বায়বীয়, তরল এবং কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। স্বাভাবিক অবস্থায় বাতাসের মধ্য দিয়ে প্রবাহিত শব্দের গতিবেগ ঘণ্টায় ৭৬৮.১ মাইল তথা প্রতি সেকেন্ডে ৩৪৩.৪ মিটার।[১] পদার্থের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় ঐ পদার্থের সকল কণা স্পন্দিত হতে থাকে। প্রতি সেকেণ্ড একবার স্পন্দনকে বলা হয় ১ হার্জ

বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীর বাড়ি চাঁদপুর জেলায়।
কিশ‌োরগঞ্জ জ‌েলায় ।

নওরীন নামের অর্থ আলোর তৈরি, উজ্জ্বল, চকচকে, ঝলসানি।

এর আকৃতি গোলাকার, ডিম্বাকার, নলাকার, উপবৃত্তাকার, প্যাঁচানো থালার মত এবং শাখান্বিও হতে পারে ৷ রাসায়নিকভাবে নিউক্লিয়াস মূলত প্রোটিন ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত। এতে অন্যান্য উপাদানও থাকে।

তথ্য সূত্র; উইকিপিড‌িয়া।

নিউক্লিওপ্লাজম কী?

সজলওঝা
Feb 19, 08:40 AM
কেন্দ্রিকা ঝিল্লীর অভ্যন্তরে জেলির ন্যায় বস্তু বা রসকে কেন্দ্রিকারস বা নিউক্লিওপ্লাজম বলে। তথ্য সূত্র; উইকিপিডিয়া

বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণীদেহে প্রচন্ড চাপ ও তাপে হাজার হাজার বছরে এক ধরনের জ্বালানিতে পরিণত হয়। একে জীবাশ্ম জ্বালানি বলা হয়। কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি জীবাশ্ম জ্বালানি

আমার ব‌িকাশ একাউন্ট এর প‌িন  ক‌োড ভুল‌ে  গ‌েছি ক‌িভাব‌ে পাব?
বার্ষ‌িক সরল সুদ‌ে কত টাকা  ব‌িনিয়‌োগ  করল‌ে  ৪ বছর‌ে তা ৮২৬ টাকা হব‌ে?