ক্যালসিয়ামের অভাবে এমনটা হচ্ছে। একজন বিশেষজ্ঞ ডাক্তারের সরণাপন্ন হউন। পাশাপাশি ভিটামিন যুক্ত খাবার খেতে হবে। যেমনঃ শাক-শবজি, মাছ, মাংস, ডিম, ডাল ইত্যাদি। "ICE KOOL MAX" ক্রীমটি মালিশ করেও দেখতে পারেন। এটি ফার্মেসিতে পাবেন মূল্য ৬৫ টাকা।
চলমান পানির চাইতে স্থির পানিতে রোদের তাপমাত্রার পড়লে পানি গরম হয়। ফলে পুকুর, ডোবা, খাল-বিলের পানি হালকা গরম হয়ে থাকে। কিন্তু বৃষ্টির পানি গরম নয় বরং যতেষ্ট ঠান্ডা যা পুকুরের পানির চেয়ে বেশি, তাই এমনটা মনে হয়।
আমার বয়স ১৮ বছর। দুই উড়ুর কুচকিতে কালো দাগ হয়েছে, সেই স্থানে মাঝে মাঝে চুলকায় এবং ঘেমে গেলে অত্যান্ত দূর্গন্ধ করে। কয়েক প্রকার ক্রিম ব্যবহার করেও এর কোন প্রতিকার পাইনি।
মনে করুন আজকে কনডম বাদে মিলন করলাম। মিলন শেষে ২মিনিট পর একটা ফেমিকন ট্যবলেট সেবন করলাম। এরপর ২মাস আর মিলন করব না। তবে এতে কেউ কেউ বলে একবার মিলন করলে পুরো মাস পিল খেতে হবে এটা আবার কেমন কথা? দয়াকরে বিষয়টি বিস্তারিত ভাবে বুঝিয়ে লিখলে চির কৃতঙ্গ থাকব।
মনে করুন আমার মাসিক এর ডেট ০৭/০২/১৮ইং তারিখে। এখন আমার প্রশ্ন হলো ০১/০২/১৮ইং তারিখ হতে ১৪/০২/১৮ইং তারিখ পর্যন্ত যদি কনডম এবং পিল ছাড়া মিলন করি তাহলে কি প্রেগমেন হওয়ার সম্ভাবনা আছে কি না?
আগামি কাল আমার বিয়ে, কিন্তু তার সাথে কনডম বাদে মিলন করতে চাই। এখন আমাকে কি কি ব্যবস্থা গ্রহন করতে হবে। কারণ সে সকালেই দূরে চলে যাবে। এই বিষয়ে অনেক প্রশ্ন করেছি তারা আমাকে ভালোভাবে বুঝাতে পারেনি।