user-avatar

রোকছানা

রোকছানা

রোকছানা এর সম্পর্কে
যোগ্যতা ও হাইলাইট
পুরুষ
Unspecified
Unspecified
প্রশ্ন-উত্তর সমূহ 525.28k বার দেখা হয়েছে
জিজ্ঞাসা করেছেন 269 টি প্রশ্ন দেখা হয়েছে 266.19k বার
দিয়েছেন 206 টি উত্তর দেখা হয়েছে 259.10k বার
0 টি ব্লগ
1 টি মন্তব্য

 হ্যা অনলাইনে আয়  করা যায়,,,, তবে  অনেক পরিশ্রম করতে হয়।

মুলা শাক, কলম শাক, লালশাক, পুঁইশাক ইত্যাদি।
না জাভাবে এরকম এপস্ নেই, তবে গুগলে English to bangla traslation লিখে সার্চ করে পেয়ে যাবেন।
রাসেল খেলবে কি-না এটা কোন পত্রিকায় দেয় নাই। আমি মনেকরি, শ্রীলকা ৬০% উইন্ডিস ৪০% জিততে পারে।
ক্যালসিয়ামের অভাবে এমনটা হচ্ছে। একজন বিশেষজ্ঞ ডাক্তারের সরণাপন্ন হউন। পাশাপাশি ভিটামিন যুক্ত খাবার খেতে হবে। যেমনঃ শাক-শবজি, মাছ, মাংস, ডিম, ডাল ইত্যাদি। "ICE KOOL MAX" ক্রীমটি মালিশ করেও দেখতে পারেন। এটি ফার্মেসিতে পাবেন মূল্য ৬৫ টাকা।
চলমান পানির চাইতে স্থির পানিতে রোদের তাপমাত্রার পড়লে পানি গরম হয়। ফলে পুকুর, ডোবা, খাল-বিলের পানি হালকা গরম হয়ে থাকে। কিন্তু বৃষ্টির পানি গরম নয় বরং যতেষ্ট ঠান্ডা যা পুকুরের পানির চেয়ে বেশি, তাই এমনটা মনে হয়।
নামাজে অবশ্যই হাত বাঁধতে হবে। কারণ, এটা করা মনে এই বুঝায় যে, মহান আল্লাহর নিকটে মাথা নোয়ানো। যেটি বিশ্বনবী হযরত মুহাম্মত (সাঃ) করেছেন।
He sat down to eat.
জানাজার নামাজের আগে গোসল করে পাক পবিত্র হতে হবে। পরে যদি শরিল অপবিত্র থাকে তাহলে গোসল করে করে নিতে হবে।
C- program থেকে program file গিয়ে Chromium softwer টি ডিলিট করে এরপর আনস্টল করুন আশাকরি সমাধান হবে।

রেডিও সম্পর্কে?

রোকছানা
Feb 8, 07:54 AM
ল্যবটবে F.M Radio Apps ইনষ্টল করেছি তবুও রেডিও চালু হচ্ছে না। কি করলে চালু হবে...!
Toshiba NB100 নোটপ্যাডে ইন্টারনেট চালু হচ্ছেনা। চালু না হওয়াতে উইন্ডোস-7 দিলাম তবুও কানেকসন ফেইল দেখাচ্ছে। পরবর্তীতে কি করলে এ থেকে উপকৃত হব?
বাংলা ভাষায় শব্দ সংখ্যা কত? ব্যকরণে দেখলাম দুই স্থানে দুই রকম। ১লক্ষ ২৫ হাজার আরেক যায়গায় ১লক্ষ ৮৫ হাজার কোনটা সঠিক.....!
আমার বয়স ১৮ বছর। দুই উড়ুর কুচকিতে কালো দাগ হয়েছে, সেই স্থানে মাঝে মাঝে চুলকায় এবং ঘেমে গেলে অত্যান্ত দূর্গন্ধ করে। কয়েক প্রকার ক্রিম ব্যবহার করেও এর কোন প্রতিকার পাইনি।
মনে করুন আজকে কনডম বাদে মিলন করলাম। মিলন শেষে ২মিনিট পর একটা ফেমিকন ট্যবলেট সেবন করলাম। এরপর ২মাস আর মিলন করব না। তবে এতে কেউ কেউ বলে একবার মিলন করলে পুরো মাস পিল খেতে হবে এটা আবার কেমন কথা? দয়াকরে বিষয়টি বিস্তারিত ভাবে বুঝিয়ে লিখলে চির কৃতঙ্গ থাকব।

নিরাপদ যৌন মিলন?

রোকছানা
Jan 19, 08:20 AM
মনে করুন আমার মাসিক এর ডেট ০৭/০২/১৮ইং তারিখে। এখন আমার প্রশ্ন হলো ০১/০২/১৮ইং তারিখ হতে ১৪/০২/১৮ইং তারিখ পর্যন্ত যদি কনডম এবং পিল ছাড়া মিলন করি তাহলে কি প্রেগমেন হওয়ার সম্ভাবনা আছে কি না?

পিল কিভাবে খাব?

রোকছানা
Jan 17, 10:42 AM
একবার মিলন করলে কি একটা ফেমিকন ট্যবলেট খাইলেই হবে?
আটলান্টিক মহাসাগরের গভীরতা কত? কেউ জানলে দয়া করে জানাবেন।

যৌন বিভাগের প্রশ্ন?

রোকছানা
Jan 16, 11:31 PM
আগামি কাল আমার বিয়ে, কিন্তু তার সাথে কনডম বাদে মিলন করতে চাই। এখন আমাকে কি কি ব্যবস্থা গ্রহন করতে হবে। কারণ সে সকালেই দূরে চলে যাবে। এই বিষয়ে অনেক প্রশ্ন করেছি তারা আমাকে ভালোভাবে বুঝাতে পারেনি।
কনডম বাদে একবার মিলন করে পরবর্তীতে আর মিলন না করলে। তাহলে কয়টি ফেমিকন ট্যবলেট খেতে হবে? কিভাবে কখন কখন খাইতে হবে। কারণ, সন্তান নিতে চাচ্ছি না।