কতটা ভালবাসি তোমায় বলতে পারিনা তাও।ভালবাসি বলার পরে যদি হারিয়ে যাও।সারাটা ক্ষন সংকাতে আছে জুনায়েদ।লিমা কি ভালবাসা মোর করে দিবে উচ্ছেধ।বলবো,বলবো করেও বলা হয়নি আজও কেন।আজকে আমি বলেই ফেলবো এই লিমা তুমি শুনো।তোমায় যে আমি ভালবাসি বুজতে পারনা কেন।লিমা যখন কাছে আসে ঘুলিয়ে ফেলি সব।ধরফর করে বুকটা আমার লাগে বেশ আজব।ভালবাসি বলবো আমি সাহস পাইনা মোটে ।সারাক্ষন এখন আমার তার ভাবনায় কাটে।
আমাদের খেলার সাথি পাশের বাসার মুন্না।খেলা নিয়ে ঝগড়া লাগায় করে শুধু কান্না। লেখাপড়ায় কাচাঁ বলে স্কুলেতে যায়না। খেলা সামগ্রী কিনতে ধরে বাপের কাছে বায়না। এমন ছেলে বর্তমানে একটাও দেখা যায়না। সেদিন দেখলাম খেলার মাঠে ঘটালো এক কান্ড। রেগে গিয়ে ব্যাট টাকে সে করলো চারটা খন্ড।
স্বামি স্ত্রীর একই রক্তের গ্রুপ হলে এর প্রভাব পড়ে ছেলে মেয়েদের উপরে।ছেলে মেয়ে অধিকাংশ ক্ষেত্রে রাগাক্রান্ত হয়
মসজিদ তো আবাদ করবে তাড়াই যারা নিয়মিত নামাজি পরহেজগার।যাদে অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে।সত্য নিষ্ঠাবান যারা মুত্তাকিন।আপনি সুরা তাওবা পড়ে দেখুন বিস্তারিত দেয়া আছে।আফসোস বর্তমান মসজিদের মুতাওয়াল্লী হয় এলাকার সবচেয়ে বড় সুদীমহাজন আর জুয়ারী
আপনি wapkiz.com থেকে সাইট খুলতে পারেনে ওয়াপকার মতই সহজ।এখান থেকে সাইট খুললে তেমন কাজ না জানলেও চলবে।