মাসিক পিছিয়ে যেতে পারে তবে কতদিন পিছিয়ে যেতে পারে তা বলা সম্ভব নয়৷ আবার এমন হতে পারে যে, মাসিক না পিছিয়ে অনেক আগেই হয়ে গেল, পরিমাণে বেশি রক্তপাত হলো, বেশিদিন ধরে রক্তপাত চললো, মাসে দুইবার মাসিক হলো৷ এরকম অনেক সাইডইফেক্ট দেখা দিতে পারে৷ তবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কোনটা হবে? আশা করি বুঝতে পেরেছেন৷ ধন্যবাদ৷
আগে প্রেগনেন্সি টেস্ট করেন৷ কারন ইমারজেন্সি পিল খেলে এমনিতেই মাসিক অনিয়মিত হয়ে যায়৷ তাছাড়া জরায়ুতে টিউমার বা এ জাতীয় কিছু হলেও মাসিক বন্ধ থাকে৷ তাই আগে পরিক্ষা করুন, প্রয়োজনে আলট্রাসনোগ্রাফি করে দেখুন৷ তারপর সিদ্ধান্ত নিন৷ ধন্যবাদ৷
মাসিক পিছিয়ে যেতে পারে তবে কতদিন পিছিয়ে যেতে পারে তা বলা সম্ভব নয়৷ আবার এমন হতে পারে যে, মাসিক না পিছিয়ে অনেক আগেই হয়ে গেল, পরিমাণে বেশি রক্তপাত হলো, বেশিদিন ধরে রক্তপাত চললো, মাসে দুইবার মাসিক হলো৷ এরকম অনেক সাইডইফেক্ট দেখা দিতে পারে৷ তবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কোনটা হবে? আশা করি বুঝতে পেরেছেন৷ ধন্যবাদ৷
যেখানে ডিএন্ডসি করেছেন সেখানে ডাক্তারের সাথে কথা বলুন৷ তিনি পুনরায় আলট্রাসনোগ্রাফি করে দেখবেন অথবা সিবিসি টেস্ট করে রক্ত বন্ধ করার ওষুধ এবং এন্টিবায়োটিক ওষুধ দিতে পারেন৷ তাই বিষয়টি সে ডাক্তার ছাড়া অন্য কাউকে না দেখানোই ভালো৷
না, পিউলি খাওয়ানো যাবে না৷ আর এভাবে যখন তখন কোন কিছু না বুঝে, না পরিক্ষা করে এমএমকিট খাওয়া ঠিক নয়৷ মনে রাখবেন, ওষুধ যেমন মানুষকে বাঁচাতে পারে তেমনি মারতে ও পারে৷ এমএমকিট কেবল গর্ভের বাচ্চার উপর বিশেষ করে জরায়ুর উপর কাজ করে৷ গর্ভে যদি বাচ্চা না থাকে তাহলে এমএমকিট কোথায় গিয়ে কাজ করবে ? বিষয়টা ভেবে দেখুন ৷
হয়ত গর্ভপাত সফল হয়নি তাই রক্ত বন্ধ হচ্ছে না৷ এমতাবস্থায় usg করে দেখেন ৷ কেননা ভিতরে ময়লা থাকলে বা বাচ্চার কিছু অংশ থাকলে তা অপসারন না করা পর্যন্ত রক্তপাত চলতে থাকবে৷ তাই আলট্রাসনোগ্রাফি করুন আগে তারপর রিপোর্ট গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখান৷ গাইনি ডাক্তার বিষয়টা ভালোভাবে বুঝে পরামর্শ দিবেন৷ তাছাড়া কোন কিছু বলা সম্ভব নয়৷ ধন্যবাদ৷
এমএমকিট সেবনের পর প্রথম অবস্থায় সাদা স্রাব যাবে অল্প কিছু সময়৷ তারপর ব্লাড যাবে৷ তাই অপেক্ষা করুন৷ তবে যদি ২৪ ঘন্টা ধরে শুধু সাদা স্রাবই হয়, কোন রক্তপাত না হয় তাহলে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখান৷ কেননা বাচ্চা জরায়ুতে না থাকলে এরকম সমস্যা হতে পারে৷ সেক্ষেত্রে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয়৷