user-avatar

মোহাম্মদীখাবনামা

◯ মোহাম্মদীখাবনামা

স্বপ্নে হাতের তালুতে লোম দেখিলে রোগ-ব্যধির আলামত।    

স্বপ্নে শহীদ দেখিলে ধন-সম্পদ লাভ ও রোগ মুক্তির নিদর্শন।    

স্বপ্নে শিক্ষক দেখিলে জ্ঞান বৃদ্ধি হইবে।    

স্বপ্নে ক্ষীরমোহন দেখিলে সুস্বাস্থ্যের নমুনা।    

স্বপ্নে ক্ষেত দেখিলে বিদ্যা ও ধন-সম্পদ লাভের চিহ্ন।    

স্বপ্নে ক্ষমা (অন্যকে) করিতে দেখিলে শত্রু দমন হইবে।    

স্বপ্নে হালুয়া দেখা বা হালুয়া খাওয়া দেখিলে সুখ-শান্তি ও দীর্ঘায়ু লাভের লক্ষণ।    

স্বপ্নে ক্ষীর দেখিলে রোগ হইতে মুক্তি পাইবে।    

স্বপ্নে ক্ষেতে পানি দিতে দেখিলে অন্যের সাহায্য পাইবে।    

স্বপ্নে ক্ষেতে শস্য কাটিতে দেখিলে স্ত্রী বিচ্ছেদের সম্ভাবনা।

স্বপ্নে হাঁচি দিতে দেখিলে মানসিক দুর্বলতার লক্ষণ।    

স্বপ্নে হাসতে (অতিরিক্ত)দেখিলে দুঃখ-দুর্দশার লক্ষণ।    

স্বপ্নে হাতি দেখিলে ব্যবসায় লোকসান হইবে।    

স্বপ্নে হাঁস দেখিলে সুন্দরী রমনী পাইবে।    

স্বপ্নে হলুদ দেখিলে মনের আশা পূর্ণ হইবে।    

স্বপ্নে হলুদ দেখিলে রোগ মুক্তির নমুনা।    

স্বপ্নে ষাড় দেখিলে অশুভ চিহ্ন।

স্বপ্নে সবুজ নিশানা দেখিলে বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তনের চিহ্ন।    

স্বপ্নে শরবত দেখা বা পান করা দেখিলে উত্তম পুরুষ লাভের সম্ভাবনা।    

স্বপ্নে সন্তানকে খেতে দেখিলে  বিপদ মুক্তি ও সুখ লাভের নিদর্শন।    

স্বপ্নে সবুজ কাপড় দেখিলে সুখ-শান্তি লাভের লক্ষণ।    

স্বপ্নে সন্ধ্যা হতে দেখিলে সন্তানের জন্য চিন্তিত হওয়ার নমুনা।    

স্বপ্নে সতরঞ্জি দেখিলে সুদক্ষ খেলয়াড় হওয়ার নিশানা।    

স্বপ্নে সর্প দেখিলে  মনোবাঞ্ছা পূর্ণ হইবে।    

স্বপ্নে সর্প মারিতে দেখিলে আশা পূর্ণ হইবে।

স্বপ্নে শশা দেখা বা শশা খাওয়া দেখিলে অধিক আয়-উৎপন্নের লক্ষণ।    

স্বপ্নে ষাড়ে আক্রমণ করা দেখিলে মৃত্যু বা কঠিন রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ।    

স্বপ্নে শয্যা দেখিলে স্ত্রীর সঙ্গে সহবাস করার লক্ষণ।    

স্বপ্নে শস্য পাকিতে দেখিলে সুখ শান্তি আসিবে।    

স্বপ্নে শরবতের পেয়ালা দেখিলে সাধ্বী স্ত্রী লাভের লক্ষণ।