দাদ একটি সংক্রামক চর্মরোগ। ইংরেজি: Dermatophytosis তবে "Ringworm" ও "Tinea" নামেও পরিচিত। তবে এর কারণ কোন "worm" বা ক্রিমি নয়। এর কারণ ত্বকের উপরের দিকে (superficially) ছত্রাক সংক্রমণ।
দাদ হলে সাধারণত ছত্রাকঘাতী (antifungal) ক্রিমে কাজ হয়। মাথা বা নখে হলে খাবার জন্য বড়ি দেওয়ারও দরকার পড়তে পারে।তবে বেশি হলে কিংবা আপনি ডাক্তারের কাছে যাওয়া ভালো মনে করেন তাহলে যেতে পারেন ।তবে এজন্য আপনার চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত ।
নিউক্লিক এসিড (ইংরেজি: Nucleic acid) হল জীবকোষের সবচাইতে বড়, অশাখান্বিত, অধিক আণবিক ভরবিশিষ্ট ও পলিমার জাতীয় রাসায়নিক পদার্থ যা জীবের বিভিন্ন প্রকারের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এটি মূলত অসংখ্য নিউক্লিওটাইডের পলিমার। প্রতিটি নিউক্লিওটাইডের তিনটি অংশ থাকেঃ ৫-কার্বন বিশিষ্ট শর্করা, একটি ফসফেট গ্রুপ এবং একটি নাইট্রোজেনঘটিত ক্ষারক। প্রোটিনের সাথে মিলে এই নিউক্লিক এসিড সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈবিক অণু। প্রত্যেক জীবিত বস্তুতেই এদের প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এখানে তারা এনকোডিং, ট্রান্সমিটিং ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সর্বপ্রথম বিজ্ঞানী ফ্রেডরিখ মিশার ১৮৬৯ সালে স্যামন মাছের শুক্রাণুতে নিউক্লিক এসিড আবিষ্কার করেন।নিউক্লিয়াসের মধ্যে সর্বপ্রথম একে দেখতে পাওয়া যায় বলে একে নিউক্লিক এসিড বলা হয়। বর্তমান সময়ের জীববিজ্ঞানের ওপর গবেষণার একটি বড় অংশ জুড়ে রয়েছে নিউক্লিক এসিড। এটিই বর্তমানে জিনোম এবং বায়োপ্রযুক্তি ও ফরেনসিক বিজ্ঞানের ভিত্তিস্থাপন করেছে।
উদ্ভিদের "পাতা "নামক অংশ খাদ্য তৈরি করে । সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে ।
|
ভিডমেট ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন । এটা দিয়ে ডাউনলোড করা সহজ। |
কমপ্লিট কোড অব লাইফ বলা হয় " আল কোরআন" কে।কারণ এতে মানুষের জীবনযাপন ও পরিচালনার জন্য সকল সমস্যার সমাধান রয়েছে । এটি আয়ত্ত করার ফলে মানুষ সুপথে অগ্রসর হয় । তাই আল কোরআন গ্রন্থটি মুসলমানদের জন্য "কমপ্লিট কোড অব লাইফ " ।
জামিউল কুরআন শব্দের অর্থ- "কুরআন সংকলনকরী "
তথ্যসূত্র:গুগল ।