Gerund হচ্ছে মুলত ing যুক্ত word যা একই সাথে verb ও noun এর কাজ করে। যেমনঃ
Walking is a good exercise .
এখানে Walking একই সাথে noun and verb দুটিরই কাজ করছে৷ তাই এটি Gerund .
দেশের অতিরিক্ত জনসংখ্যাকে কাজে লাগিয়ে তাদের উৎপাদন মুখী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করে তাদেরকে একরকম ভাবে সম্পদে পরিণত করা হয়। তাই এইধরনের মানুষকে বলে মানবসম্পদ।
মেডিকেলের বিভিন্ন রোগ নির্ণয়ে, নিরাময়ের যে ডায়াগনস্টিক যন্ত্রপাতিগুলো ব্যবহৃত হয় সেগুলো তৈরি ও ব্যবহারে ফিজিক্সের জ্ঞানের প্রয়োজন আর এভাবে ফিজিক্স ও মেডিকেলের সমন্বয়ে গঠিত মেডিকেল ফিজিক্স।
সহজ আর কঠিন এগুলো বিষয় না ।সহজ ,কঠিন নির্ভর করবে আপনার প্র্যাকটিসের উপরে। মান নির্ণয়ের অঙ্ক আপনি যত বেশি করবেন তত বেশি আপনার ভুল হওয়ায় সম্ভাবনা কম থাকবে, যেমনটি ত্রিকোণমিতির ক্ষেত্রেও প্রযোজ্য৷
তাই কোনটা সহজ কোনটা কঠিন তা না খুজে বুঝে বুঝে প্র্যাকটিস করতে থাকুন ৷ইনশাআল্লাহ আয়ত্বে চলে আসবে ৷