নিউট্রনের পৃথক পৃথক ভরের সমষ্টি অপেক্ষা কম (আইনস্টাইনের ভরশক্তি সমীকরণ E=mc2 অনুসারে)। এই হারানো ভরটুকুকে পদার্থবিজ্ঞানে বলা হয় ভর ত্রুটি এবং এটি নিউক্লিয়াস। ফোটন কণা।
ভারত- নয়া দিল্লি,
পাকিস্তান- ইসলামাবাদ,
মালয়েশিয়া- কুয়ালা লামপুর,
কুয়েত- কুয়েত সিটি,
নেপাল- কাঠমান্ডু
পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। ফলে পৃথিবীপৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। আর তখন চন্দ্রগ্রহণ হয় ।
জানা অজানার দেশে এটা কাওসার হাবিব সিয়ামের আইডি ।