যদি তা মল হয় তাহলে আপনার হাতের ওই জায়গা টি নাপাক। আর স্পর্শ করার কারণে অন্য কোনো বস্তুতে তা লাগলে তাও নাপাক। বিশেষ করে যদি কোন পানিতে ওই হাত লাগে তাহলে পানি নাপাক।
যাবে।
কিন্তু কুরআনে মাজীদ প্যান্টে বা পায়জামার পকেটে রাখা - এটা কুরআনের সাথে অনেক বড় বেয়াদবী। তাই চেষ্টা করবেন বুক পকেটে রাখার। সাথে সাথে খেয়াল রাখবেন সেজদার সময় যেন পড়ে না যায়।
উত্তম হলো কোনো উচূ ও পবিত্র স্থানে কুরআন রেখে দিয়ে তারপর নামাজ পড়া। এতে কুরআনেরও হেফাজত হলো আর আপনার নামাজে মনোযোগ ও একাগ্রতা আসল।