বল্টু : এক বোতল রক্ত দিন তো।
নার্স : রক্তের group বল।
বল্টু : যেকোন একটা group হলেই চলবে।
নার্স : ( অবাক হয়ে ) কি করে চলবে...??
বল্টু :
.
.
.
.
.
.
.
.
.
.
গার্লফ্রেন্ড কে রক্ত দিয়ে লাভ লেটার লিখবো।
<>--------------------------------<> -----------------------------------<>
বউ সন্দেহ করছে তার স্বামীর সাথে কাজের মেয়ের
অবৈধ স্বম্পর্ক আছে। শিওর হওয়ার জন্য সে কাজের
মেয়েকে ১ দিন ছুটি দিল কিন্তু স্বামীকে এটা বলল না।
রাতে স্বামী বাসায় এসে ঘুমোতে যাওয়ার সময় স্ত্রী
আদর পেতে চাইলে।...
স্বামী বললো : আমার শরীর টা ভালো না। আজ থাক। এই
বলে সে ঘুমিয়ে পড়লো।
স্ত্রী ঘুমের ভান করে জেগে থাকলো। মাঝরাতে
স্বামী উঠে পাশের রুমের সবার জন্য কমন টয়লেটে
গেল। স্ত্রী তখন কাজের মেয়ের ঘরে গিয়ে শুয়ে
পড়লো এবং লাইট বন্ধকরে দিল। একটু পর একজন এসে কিছু
না বলেই সরাসরি একশনে চলে গেল! কাজ শেষ হওয়ার পর
লাইটজ্বালিয়ে।...
স্ত্রী বললো : তুমি নিশ্চয় আমাকে এই বিছানায়আশা করোনি!
'অবশ্যই না ম্যাডাম'
বললো কাজের ছেলে আবুইল্লা!
ল্যাও ঠ্যালা...
<>--------------------------------<> -----------------------------------<>
না পড়লে মিস করবেন,,,
বৌয়ের কাছে স্বামীর চিঠি...
প্রিয়তমা,
আমি এই মাসে অফিস থেকে এখনো
বেতন পাইনি, তাই টাকা পাঠাতে
পারলাম না। তার পরিবর্তে ১০০টা kiss
পাঠালাম, আমার সুইট হার্ট রাগ কর না
প্লিজ....
ইতি
তোমার প্রিয়তমা স্বামি.......
উত্তরে বৌ......
আমার প্রিয় জানু,
তোমার ১০০টা kiss-এর জন্য ধন্যবাদ।
খরচের বিস্তারিত নিচে জানালাম:
১। দুধওয়ালা ১ মাসে ২টা kiss-এ রাজি
হয়েছে।
২। বিদ্যুৎ বিল বাবদ ৭টা kiss দিয়ে কোন
রকম বিদায় করেছি।
৩। বাড়িওয়ালা প্রতিদিন এসে ২-৩টা
করে kiss নিয়ে যাচ্ছে ভাড়ার পরিবর্ত।
৪। দোকানদার শুধু kiss-এ রাজি না হওয়ায়
তাকে অন্য কিছু দিয়ে সন্তুষ্টা করতে
হয়েছে।
৫।অনান্য খরচ বাবদ আরো ৪০টা kiss
দিতে হয়েছে।
তুমি একদম চিন্তা করো না। আমার
কাছে এখনো তোমার দেয়া ৩৫ টা kiss
আছে। আশা করি মাসের বাকিটা
চালিয়ে নিতে পারব। আগামী
মাসেওএভাবে চালিয়ে নিব কিনা
জানাবে।
ইতি
YOUR SWEET HEART..
<>--------------------------------<> -----------------------------------<>
এক মেয়ের কাছে একটি অপরিচিত
নাম্বার থেকে কল আসল।
মেয়ে : হ্যালো.
ছেলে : তোমার কি কোন বয়ফ্রেন্ড
আছে??
মেয়ে: হ্যাঁ আছে কিন্তু আপনি কে??
ছেলে : আমি তোর ভাই, দাঁড়া আজকে
বাড়িতে আসি তোর খবর আছে!!!
কিছুক্ষণ পর মেয়েটির নিকট আবার
অপরিচিত নাম্বার থেকে আরেকটি কল
আসল-
মেয়ে : হ্যালো!
ছেলে : তোমার কি কোন বয়ফ্রেন্ড
আছে??
মেয়ে : না।
ছেলে : তাহলে আমি কে??
মেয়ে: স্যরি স্যরি জান! আমি মনে
করেছি এটা আমার ভাই।
ছেলে : আমি তোর ভাই-ই, আজ তোর
একদিন কি আমার একদিন!!!