Artist: Leonardo da Vinci
Estimated date: 1503 to 1519
Where to see it: Louvre Museum (Paris)
১০ এপ্রিল, ২০১৯
বরাবর,
প্রধান শিক্ষক
রতনপুর উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম
চকবাজার, চট্টগ্রাম।
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একজন নিয়মিত ছাত্র। বিগত দিনে আমি সময়মতো বেতনাদি পরিশোধ করে আসছি। কিন্তু আমার পিতা চাকরি সংক্রান্ত প্রশিক্ষণে ঢাকায় অবস্থান করায় আমি গত মার্চ মাসের বেতন নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করতে পারি নি। এজন্য প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী আমার উপর জরিমানা ধার্য করা হয়েছে। এমতাবস্থায় আমি জরিমানা মওকুফ করার প্রার্থনা জানাচ্ছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার অনিচ্ছাকৃত বিলম্বের কথা সহানুভূতি সহকারে বিবেচনা করে ধার্যকৃত জরিমানা মওকুফ করে মার্চ মাসের বেতন গ্রহণের অনুমতি দানে বাধিত করবেন।
নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র,
রকিবুল ইসলাম
অষ্টম শ্রেণি
শাখাঃ ক
রোলঃ ০৫
পরাগায়ন না ঘটলে, নিষেক ছাড়া ভ্রূণ তথা ফল ও বীজ সৃষ্টি হতে পারে না, তাই উদ্ভিদ বংশ বিস্তার করতে না পেরে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। ফলে মানুষ সহ সমস্ত প্রাণীকুল খাদ্যাভাবে বিলুপ্ত হবে। পরাগায়নের মাধ্যমে নিষেক ঘটে ফল ও বীজ সৃষ্টি হয় বলে আমরা বা প্রাণীকুল খাদ্য পায়। এজন্য আমাদের বেঁচে থাকা পরাগয়নের উপর নির্ভর করে এবং পরোক্ষভাবে উদ্ভিদের বংশ বিস্তার না ঘটলে উদ্ভিদ ধ্বংস হয়ে খাদ্য উৎপাদনের উৎপাদক সহ অক্সিজেন এর অভাবে প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাবে। প্রাণী কতৃক কার্বন-ডাই-অক্সাইড এই উদ্ভিদই গ্রহন করে। ফলে উদ্ভিদকুল ধ্বংস হলে পরিবেশ ও বায়ুমন্ডলও দূষিত হয়ে পড়বে । সর্বোপরি, বলা যায় যে সমস্ত জীবজগত টিকিয়ে রাখতে উদ্ভিদের পরাগয়নের কোনো বিকল্প নেই। তাই প্রকৃতিতে পরাগায়ন না হলে সমস্ত জীব জগত বিলুপ্ত হয়ে যেত।
বিস্ময় এর নীতিমালা অনুসরণ করে আপনি একদিনে আপনার ইচ্ছানুযায়ী প্রশ্ন করতে পারবেন। এর কোনো নির্ধারিত সীমা নেই। তবে, আপনার যথেষ্ট পয়েন্ট থাকতে হবে এবং আপনার প্রতিটি প্রশ্ন যেন বিস্ময় এর নীতিমালা মেনে করা হয়, সেবিষয়ে লক্ষ্য রাখতে হবে। বিস্ময় এর নীতিমালা বিরোধী কোনো প্রশ্ন করা যাবে না।
না, এরকম কোনো উপায় নেই।
তবে, আপনি চাইলে ঐ পেজগুলোকে না অনুসরণ (Follow) করলে এই স্টোরিগুলো আপনার সামনে আসবে না। তাই, আপনি যদি ঐ পেজগুলোকে Unfollow করে দেন, তাহলে আপনি এই সমস্যাটি থেকে পরিত্রাণ পেতে পারেন।
ব্যবসায় সম্পত্তির বিপরীতে মালিকের/ শেয়ারহোল্ডার/ অংশীদারদের দাবিকে মালিকের মূলধন বা মালিকানা স্বত্ব বলা হয়। এটি ব্যবসায়ের অন্তর্দায়।
স্যাট ক্রোমোজোম (SAT Chromosome) কাকে বলে ? ব্যাখ্যা সহকারে বলুন৷