ডিগ্রি ১ম বর্ষের GPA বের করার জন্য সাবজেক্টের ক্রেডিট কোনটার কত কিভাবে বুঝব? একটু বিস্তারিত বলবেন
Chrome ব্রাউজার এ কোন কিছু সার্চ দিলে yahoo তে সার্চ হয়। আর সেটিংস থেকে কিছুতেই google কে ডিফল্ট ব্রাউজার সেট করা যাচ্ছে না। ডিফল্ট যে ব্রাউজার টা দেখা যাচ্ছে সেটা remove ও করা যাচ্ছে না। কি করা যায়?
MS Word, Paint, Photoshop এ বাংলা লিখতে গেলে (?) চিহ্ন আসে। আগে যেভাবে আনতাম এভাবে দিলে তো আসে না। যুক্তবর্ণের মধ্যে শুধু (গ্রুপ) শব্দটা লিখতে চাইলে এটা ভেঙ্গে যায়।
উল্লেখ্য: আমি বিজয় বায়ান্ন ব্যবহার করি।
কি করা যায়?
ল্যাপটপে অডিও রেকর্ড করলে mp4 হয়ে যায় কেন? কিভাবে এটা audio/mp3 করব?
ফেসবুকে নিচের ছবির মতো অনেকে কমেন্ট/পোষ্ট করে। এরকমটি কিভাবে করা হয়?
?
আপনি SEO শিখতে পারেন। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রীলান্সিং প্রশিক্ষণ কেন্দ্র(ডেভসটিম) এর ট্রেইনার Nasi Uddin Shamim ভাইয়ের টিউটরিয়াল গুলো দেখে পরিপূর্ণভাবেই শিখতে পারবেন। উনার সাইটে সকল ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে শিখতে পারেন। এটা উনার সাইট- https://www.nshamim.com/seo-training-bd/ ধন্যবাদ।
হ্যাঁ, ইউটিউবে অনেক টপিকের উপর অনেক ভিডিও আছে, সেগুলো দেখে শিখতে পারেন। তবে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রীলান্সিং প্রশিক্ষণ কেন্দ্র(ডেভসটিম) এর ট্রেইনার Nasi Uddin Shamim ভাইয়ের টিউটরিয়াল গুলো দেখে পরিপূর্ণভাবেই শিখতে পারবেন। উনার সাইটে সকল ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে শিখতে পারেন। এটা উনার সাইট- https://www.nshamim.com/seo-training-bd/ ধন্যবাদ।
SEO এর বিষয়ে এক্সপার্টদের কাছ থেকে বিভিন্ন হেল্প পাওয়ার জন্য এমন কোন ওয়েবসাইট/ফেসবুক গ্রুপ(seo helpline bd ছাড়া) আছে কি? শুধু হেল্প এর জন্য?
upwork এ একাউন্ট এপ্রুভ করছে না। ৪ বার resubmit দিলাম প্রতিবার ভিন্ন ভিন্ন স্কিল দিয়ে, একাউন্ট ও ১০০%, portfolio ৬-৭ টা দিয়েছি, skill test ও দিয়েছি, হচ্ছে না। এখন কি করতে পারি, কারে কাছে ভালো আইডিয়া থাকলে দেওয়ার অনুরোধ করছি।
SEO নিয়ে এনালাইসিস প্রায় ২ বছর হয়ে যাচ্ছে। কিন্তু নিজে নিজে করলেও এখনও কারো প্রজেক্ট করিনি(তেমন কেউ পাচ্ছি না বলে)। মার্কেটপ্লেসেও অনেক সমাস্যা হয়ে যাচ্ছে, upwork তো একাউন্ট এপ্রুভ করছে না, আর fiverr ২ টা একাউন্ট খুললে ২ টাই সাসপেন্ড। তবে ব্লগিং করার ইচ্ছা আছে পরে। এখন এই মুহূর্তে কাজ পাওয়ার জন্য কোন প্লেস/কি উপায় বেছে নিতে পারি, প্লিজ কেউ জানাবেন
মডেম দিয়ে নেট চালাই, কিন্তু কয়েকদিন ধরে দেখতেছি কিছু সময় পর পরই নেট ডিসকানেক্ট হয়ে যায়, আগে তো এমন হত না। কেন এমনটি হয়?
আপনি “লক ডায়েরী” অথবা দিতে পারেন, যার মধ্যে তার মনের কথা লিখে রাখতে পারবে