২০১৮ সালে এইচএসসি পাশ করেছেন। ২০২১ সালে আপনি---
১) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হতে পারবেন।
২) জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিগ্রী কোর্সে ভর্তি হতে পারবেন।
৩) এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স/ডিগ্রী ভর্তি হতে পারবেন।
হ্যাঁ, ভোকেশনাল থেকে SSC এবং জেনারেল থেকে HSC পাস করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব।
হ্যাঁ, এসএসসিতে উচ্চতর গণিত না নিলেও এইচএসসিতে উচ্চতর গণিত নিতে পারবেন।
গড়ে প্রতি ঘন্টায় চাল বিক্রি করা হয় ২৮০ কেজি ৫০০ গ্রাম বা ২৮০.৫ কেজি
প্রতিদিন চাল বিক্রি করা হয় ২৮০.৫×৮ কেজি
= ২২৪৪ কেজি
আমারা জানি,
১০০০ কেজি = ১ মেট্রিক টন
২২৪৪ কেজি= ২২৪৪÷১০০০ মেট্রিক টন
= ২.২৪৪ মেট্রিক টন
উত্তর: ২.২৪৪ মেট্রিক টন
১টি গ্লাসে পানি ধরে ২৫০ মিলিলিটার
∴ ২৫টি গ্লাসে পানি ধরে ২৫০×২৫ মিলিলিটার
= ৬২৫০ মিলিলিটার
আমরা জানি,
১০০০ মিলিলিটার = ১ লিটার
∴ ৬২৫০ মিলিমিটার=৬২৫০÷১০০০ লিটার
= ৬.২৫ লিটার
পাত্রটিতে পানি ধরে ৬.২৫ লিটার
উত্তর: ৬.২৫ লিটার।
(১) যে যত টাকা বিনিয়োগ করেছে তত টাকা দ্বারা লভ্যাংশকে গুণ দিবেন। এরপর গুণফলকে মোট বিনিয়োগকৃত টাকা দ্বারা ভাগ দিলে প্রত্যেকের লভ্যাংশ পাওয়া যাবে।
এখানে, মোট লভ্যাংশ ৯০০০ টাকা
সাকিব বিনিয়োগ করেছে ২৮০০০ টাকা
তামিম বিনিয়োগ করেছে ১৫০০০ টাকা
মোট বিনিয়োগকৃত টাকা ২৮০০০+১৫০০০= ৪৩০০০ টাকা
(গ) সাকিবের লভ্যাংশ নির্ণয়:
সাকিবের বিনিয়োগকৃত টাকাকে লভ্যাংশ দ্বারা গুণ করি
২৮০০০×৯০০০= ২৫২০০০০০০ টাকা
এখন গুণফল অর্থাৎ ২৫২০০০০০০ কে মোট বিনিয়োগকৃত টাকা দ্বারা ভাগ করি
২৫২০০০০০০÷৪৩০০০= ৫৮৬০.৪৬৫১১৬ টাকা
অর্থাৎ
সাকিব লভ্যাংশ পাবে ৫৮৬০ টাকা
(হিসাবের সুবিধার্থে পূর্ণসংখ্যা ৫৮৬০ টাকা ধরতে হবে)
(গ) তামিমের লভ্যাংশ নির্ণয়:
তামিমের বিনিয়োগকৃত টাকাকে লভ্যাংশ দ্বারা গুণ করি,
১৫০০০×৯০০০= ১৩৫০০০০০০ টাকা
এখন গুণফল অর্থাৎ ১৩৫০০০০০০ কে মোট বিনিয়োগকৃত টাকা দ্বারা ভাগ করি
১৩৫০০০০০০÷৪৩০০০= ৩১৩৯.৫৩৪৮৮৪ টাকা
অর্থাৎ
তামিম লভ্যাংশ পাবে ৩১৪০ টাকা
(হিসাবের সুবিধার্থে পূর্ণসংখ্যা ৩১৪০ টাকা ধরতে হবে)
ভালো আমের সংখ্যা= (২৫০-২৫) টি= ২২৫টি
এখন,
২৫০টি আমের মধ্যে ভালো আম ২২৫টি
∴১ " " " " " ২২৫/২৫০ "
∴১০০ " " " " " (২২৫×১০০)/২৫০ "
= ৯০টি
∴শতকরা ভালো আমের সংখ্যা ৯০%
উত্তর: ৯০%
বিগত বছরের সার্কুলার অনুযায়ী বলছি, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।