গোপন রোগের হোমিও ঔষধ নেব। সব দোকান তো ভালো নয়।
চট্টগ্রামে ভালো কোন হোমিওপ্যথির ডাক্তারের খোজ দিতে পারবেন প্লিজ?
প্রশ্নটি আমার এক কাজিনের:
আমার জাতীয় পরিচয় পত্রের বয়স কমানো দরকার। আমি আমার প্রকৃত বয়স দিয়ে নিবন্ধন করেছিলাম। এখন আমি অনেক দিন পর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ssc পাস করি। এবং চাকরিতে বয়স থাকার জন্য আমি ssc তে বয়স কমিয়ে দেই। এখন আমার জাতীয় পরিচয় পত্রের বয়স কমানো দরকার। কিভাবে সম্ভব?
সর্বনিম্ন 100$ হলে টাকা আপনার একাউন্টে সেন্ড হবে।
ইসলামী বেংক থেকে টাকা উঠানো যায়। এবং ইসলামি বেংকই সবচেয়ে ভালো হবে।
প্রথম দিকে আপনার চেনেল রেঙ্ক অনেক কম এবং নতুন চেনেল তাই পাওয়া যাচ্ছেনা। আপনি প্রাথমিক দিকে একটূ ভিন্ন টাইপের টাইটেল দিয়ে চেস্টা করুন, কারন সাধারন টাইটেলে অলরেডি অনেক ভিডিও আছে, সেই ভিরে আপনার ভিডিও রেংকিইংইয়ে অনেক পিছিয়ে আছে। তাই টাইটেল একটূ ভিন্ন দিন। যেমনঃ টাইটেল এর পরে Fully updated অথবা new2017 ইত্যাদি এড করে দিতে পারেন।
আর প্রাথমিক ভাবে ভিডীও শেয়ার করার জন্য টাইটেল বেবহার না করে, ডিরেক্ট লিঙ্কই বেবহার করুন। যেমন আপনার ফ্রেন্ড বা ফেইসবুকে টাইটেল শেয়ার না করে, ডিরেক্ট লিঙ্ক শেয়ার করুন। মুটামুটী ৩০০-৫০০ ভিউ পাওয়ার পর । টাইটেল কাজ করবে, তখন টাইটেল দিয়ে সারচ দিলে পাওয়া যাবে আশা করি।!
*রেলওয়ে স্টেশনঃ যেখানে একমুখী রাস্তা। অর্থাৎ যে ষ্টেশন থেকে রাস্তা বা রাস্তা সমূহ শুধুমাত্র পরবর্তী একটী স্টেশনে যায়, তাদের বলে রেলওয়ে ষ্টেশন।
*রেলওয়ে জংশনঃ যেখান থেকে বহুমুখি রাস্তার সুচনা হয়। অর্থাৎ, কোন ষ্টেশন থেকে পরবর্তী দুইটি বা তিনটি স্টেশনে জাওয়ার রাস্তা থাকলে সেটাকে বলা হয় জংশন।
মুলত জংশন শব্দের অর্থই মিলিত স্থান, যেখানে কয়েকটি স্টেশনের রাস্তা এসে মিলিত হয়েছে।
উদাহরনঃ
*রেলওয়ে স্টেশনঃ কমলাপুর থেকে শুধুমাত্র একমুখী রাস্তা বিমানবন্দর পর্যন্ত। অর্থাৎ, কমলাপুর থেকে যে ট্রেনেই যান আপনাকে বিমানবন্দরেই আগে জেতে হবে। তাই কমলাপুর একমুখী রাস্তা এবং এই জন্য এটা ষ্টেশন।
* জংশনঃ আর টংগি রেইলওয়ে জংশন। সকল বাংলাদেশের সকল ট্রেনই ঢাকার টংগিতে এসে ভাগ হয়ে যায়, কত ট্রেন উত্তর বংগে যায়, আবার কতক ট্রেন দক্ষিন বঙ্গে যায়। সেহেতু টঙ্গি বহুমুখি রাস্তার ষ্টেশন। তাই এর নাম জংশন!
আশাকরি বুঝতে পেরেছেন। ধন্যবাদ!
আবেদন করতে পারবেন। কিন্তু চাকরি না হওয়ার সম্ভাবনা অনেক বেশী। কেননা অফিসার পদে আবেদন করতে SSC ও HSC দুইটাতেই GPA-5 থাকতে হবে। আর আর্মি সৈনিক হিসেবে চাকরী করতে গেলে ছয়মাস ট্রেনিং প্লাস আরো অনেক কষ্ট করে HSC তে GPA-5 পাওয়া অনেক কষ্ট সাধ্য ব্যাপার। আর GPA-5 না পেলে তো এপ্লাইই করতে পারবেন না।
এবার আসি দ্বিতীয় কথায়ঃ শুধু GPA-5 পেলেই চলবে না। আপনাকে ভালো ইংলিশ পারতে হবে, শুধু ভালো না , অনেক ভালো ইংলিশ পারতে হবে। এটিচিউট অসাধারণ হতে হবে, অনেক মেধাবী হতে হবে, চোকস হতে হবে। এক কথায় Truly Talented ছাড়া অফিসারে চান্স পাওয়া অনেক কঠিন। ISSB তে শুধু এই বিষয় গুলোই অনেক গুরুত্ত দেয়। আর এই সব গুণাবলীর অধিকাংশই লাভ করে অনেকে ইন্টারমিডিয়েট সময় টাতে। সো এই সময় নষ্ট করা ঠিক হব না।
আর ফাইনালি ব্যাপার হচ্ছে, সৈনিক থেকে অফিসারে আসাটা অফিসাররা পছন্দ করে না।তাই, বাদ দেওয়ার ইন্টেনশন থাকে বেশী। #এখন আপনার যদি টাকার অনেক ক্রাইসিস থাকে, চাকরীর খুব দরকার থাকে, এবং খুব বেশী টেলেন্টেড না হোন, তাহলে সৈনিকে দাড়াতে পাড়েন, এবং মনের শান্তির জন্য অফিসারে ট্রাই করতে পাড়েন।
#আর আপনার যদি টাকা পয়সার ভীষণ ক্রাইসিস না থাকে, আপনার ভালো মেধা থাকে, আপনি যদি আশাবাদী হোন, তাহলে HSC এর পর একদম অফিসারে আবেদন করাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আরেকটা ব্যাপার হচ্ছে, অফিসারে না হলেও আপনার চাকরীর বয়সতো থাকবেই, আপনি পরের বছর আবার সৈনিকে ট্রাই করবেন।
সো আগে অফিসার ট্রাই করেন, না হলে সেটা অন্য ব্যাপার ......।।
আপনি talkU apps টিও ব্যাবহার করতে পারেন। এতে করেও নাম্বার পরিবর্তন করে এবং নাম্বার লুকিয়েও ফোন দিতে পারবেন।
আপনার প্রশ্নের সব চেয়ে ভালো উত্তর এখানেই পাবেন আশা করছিঃ