দুইবছর আগে খোলা। ১৬ দিন আগে আমার কাছে একটা মেসেজ আসছিলো বিকাশ থেকে, যে অরজিনাল ফটো ও ন্যাশনাল আইডি নিয়ে বিকাশ কেন্দ্রে যেতে । আর বন্ধ হওয়ার দিন একই মেসেজ আসছিলো।আমার মায়ের ন্যাশনাল আইডি দিয়ে দুটি বিকাশ একাউন্ট খোলা ছিলো।আমারটা প্রথম খোলা ছিলো।
বিঃদ্রঃ আমি ভোটার হয়েছি এই বছর। আমার প্রশ্ন হলো আমি কি এই আইডি আর ফেরত পাবো? আবার চালু হবে?
৬০০০ টাকায় অ্যান্ড্রয়েড ফোন ভাল নাকি ট্যাব ভাল হবে।ব্যবহারের দিক দিক সবকিছু সার্ফোট করবে কোনটিতে।আর কোনটি বেশিদিন যেমন কমপক্ষে পাঁচ বছর ব্যবহার করা যাবে।