শাহমোঃআহসানকবির

শাহমোঃআহসানকবির

শাহমোঃআহসানকবির

  • Not Specified | |

Language

Bengali/Bangla

Education

Govt.Shah Abdur Rouf College

  • B.Sc (pass)
  • Science
  • 1996-1998
প্রশ্ন-উত্তর সমূহ 0 বার দেখা হয়েছে | এই মাসে 0 বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 0 বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 1 টি প্রিয়

Recent Q&A

চিন্তার যেন শেষ নাই!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই আল্লহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও একরূপ আছি। পেট ব্যাথা চলছে তাই একরূপ বললাম। তবে সেজন্য মন খারাপ নাই একটুও। আল্লহর দরবারে এজন্য লাখো কোটি শুকরিয়া। কারণ সুস্থ অসুস্থতার মালিক, হায়াত মউত এর মালিক, রিজিকের মালিক সেই মাওলা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ায় পাঠিয়েছেন তাঁর ইবাদত তথা কিছু আদেশ ও নিষেধ মেনে চলার জন্য এবং এজন্য এর বিনিময়ে তিনি আপনাকে আমাকে পুরষ্কার হিসাবে জান্নাত নসিব করবেন এবং না মেনে চললে কষ্টের জায়গা জাহান্নামে নিক্ষেপ করবেন সে কথাও পবিত্র কুরআন মাজীদে এসেছে। তবে আমার মাওলা অত্যন্ত দয়াময়, মেহেরবান গফুরুর রহিম। আমরা ভুল, পাপ বা অন্যায় যতই করিনা কেন? তিনি রাগ হন বটে কিন্তু তাওবা করলে মুহুর্তেই আবার মাফ করে দেন।সেজন্য আমরা কোন সময় হতাশ হব না গুনাহ করে ফেললে কিংবা সব আদেশ নিষেধ না মানতে পারলে। আমরা ছিলাম রুহের জগতে তারপর মায়ের পেটে এরপর দুনিয়ায় অবস্থান করছি। এসেছি যেজন্য কিন্তু দুনিয়ার মোহে, দুনিয়ার মায়া জালে আবদ্ধ হয়ে কাজ করছি ভিন্ন ভিন্ন। সেজন্য যেন আমাদের চিন্তার যেন শেষ নাই কি হবে আমাদের? তাই আমরা যেন সর্বদা নফস ও শয়তানের সাথে জিহাদ করে মৃত্যু পর্যন্ত ঈমান আমলের সাথে চলতে পারি সেই তাওফীক আল্লহ যেন আমাদের দেন। আমিন। যাক আজ এপর্যন্তই। কথা হবে ব্লগে অন্য কোন দিন।। সে পর্যন্ত আল্লহ সবাইকে ঈমান আমলের সাথে সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। 0 likes | 39 views