Call
সাদৃশ্যানুমানে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়, এজন্য সিদ্ধান্ত নিশ্চিত হয় না, বরং সম্ভাব্য হয়। অর্থাৎ, কিছু জানা সাদৃশ্যের ভিত্তিতে নতুন কোনো বিষয়ের সাদৃশ্য প্রত্যক্ষ করে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না। ফলে সিদ্ধান্ত নিশ্চিত না হয়ে সম্ভাব্য হয়। যেমন- ‘পৃথিবীর মতো মঙ্গলগ্রহেও মাটি, পানি ও বায়ু আছে। পৃথিবীতে মানুষ বাস করে। অতএব, মঙ্গলগ্রহেও মানুষ বাস করে।’ মঙ্গলগ্রহেও মানুষ বাস করে সিদ্ধান্তটি এটি সম্ভাবনামূলক, নিশ্চিত নয়।