Call
ব্যাংক হিসাব বিবরণী হচ্ছে এমন একটি বিবরণী যেখানে গ্রাহক তার ব্যাংক হিসাবের মাধ্যমে যেসব আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকে সেগুলো লিপিবদ্ধ থাকে। এটি গ্রাহকের হিসাব সম্পর্কিত একটি প্রতিবেদন যা ব্যাংক ইস্যু করে থাকে। হিসাব বিবরণী থেকে গ্রাহকের হিসাবের ব্যালেন্স জানা যায়। এতে হিসাব গ্রহীতার নাম, হিসাব নম্বর, হিসাবের ধরন, প্রারম্ভিক জমা, জমাকৃত অর্থ, উত্তোলিত অর্থ, প্রাপ্তি ও প্রদান এবং সর্বশেষ জমার পরিমাণ লিপিবদ্ধ থাকে।