Call
ব্যাংক প্রধানত আমানতকারীর নিকট থেকে তাদের জমাকৃত অর্থ সংগ্রহ করে, যা ব্যাংকের জন্য ঋণ। এছাড়া ব্যাংক বিভিন্ন উৎস থেকে সরাসরি ঋণ গ্রহণ করে তহবিল গঠন করে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে গৃহীত ঋণ, মুদ্রাবাজার ঋণ, ব্যাংক দলিল (আমানত সনদ, সেভিংস বন্ড)-এর মাধ্যমে গৃহীত ঋণ প্রভৃতি। এই সকল উৎস থেকে অর্থ সংগ্রহ করে ব্যাংক সাধারণত তহবিল গঠন করে থাকে।