Share with your friends
Call
চুক্তি ছাড়া বিমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য না থাকায় চুক্তি ছাড়া বিমা হয় না। মানুষের জীবন বা সম্পত্তির ঝুঁকি আর্থিকভাবে মোকাবিলার কৌশল হলো বিমা চুক্তি। এ চুক্তিতে একপক্ষ থাকে বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং অপরপক্ষ হলো বিমাগ্রহীতা। এক পক্ষের প্রস্তাব ও অপরপক্ষের স্বীকৃতির মধ্য দিয়েই চুক্তি সম্পাদিত হয়। ফলে বিমাকৃত বস্তুর ক্ষতি হলে ঝুঁকি গ্রহণকারী পক্ষ চুক্তি অনুযায়ী বিমাগ্রহিতাকে নির্দিষ্ট অর্থ প্রদানে বাধ্য থাকে। তাই চুক্তি ছাড়া বিমা হয় না।