Call
কৃষি ক্রিয়াকলাপের ফলে পানি দূষিত হয়। কৃষি জমিতে যে রাসায়নিক সার ও কীট-পতঙ্গ নাশক ব্যবহার করা হয় তা বৃষ্টির পানিতে মিশে নদীতে পড়ে এবং নদীর পানি দূষিত করে। পরে নদীর দূষিত পানি সমুদ্রে পড়ে সমুদ্রের পানিও দূষিত করে। এভাবে কৃষিকাজের ফলে পানি দূষিত হয়।