Call
সুভা পিতামাতার মনে সর্বদাই জাগরূক ছিল কেন? বুঝিয়ে লেখ। উত্তর: জন্ম থেকেই কথা বলতে না পারায় সুভা পিতামাতার মনে সর্বদাই জাগরূক ছিল। ‘সুভা’ গল্পে কেন্দ্রীয় চরিত্র সুভা। সে জন্মগত বোবা। সে বিধাতার অভিশাপরূপে জন্মগ্রহণ করেছে মনে করে নিজেকে আড়াল করে রাখত এবং কষ্ট পেত। তার মা তাকে গর্ভের কলঙ্ক বলে মনে করত। সুভার কথা বলতে না পারার বেদনা তার বাবা-মা কখনোই ভুলতে পারত না। তাই সুভা পিতামাতার মনে সর্বদাই জাগরূক ছিল।
Talk Doctor Online in Bissoy App