Call
কন্যার বিয়েতে প্রতিশ্রুত পণের টাকা পরিশোধ না করতে পারলে বিরাট পাপ হবে- এ ভাবটিই প্রকাশিত হয়েছে আলোচ্য চরণে। নিরুপমার শ্বশুরবাড়িতে কোনোরূপ মর্যাদা নেই নিরুপমা ও তার পিতার। পণের টাকার জন্য পদে পদে তাদের অপদস্থ হতে হয়। মেয়ের এমন অপমান পিতা হয়ে সহ্য করতে পারেন না রামসুন্দর। তাছাড়া পণের টাকা দেবেন বলে তিনিও প্রতিশ্রুতিবদ্ধ। ছেলেদের না জানিয়েই তাই বাড়ি বিক্রি করে পণের টাকা জোগাড় করে মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যেতে আসেন তিনি। কিন্তু বেহাইবাড়িতে এসে উপস্থিত হয় তাঁর বড় ছেলে। বাবা যে বাড়ি বিক্রি করে সবাইকে
Talk Doctor Online in Bissoy App